শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
বালিকা ভলিবলে খুলনার ব্রোঞ্জ
March 13th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১৩ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমসের বালিকা ভলিবলের স্থান নির্ধারণী ম্যাচে খুলনা বিভাগ ব্রোঞ্জপদক জিতেছে। আজ মঙ্গলবার ভলিবল স্টেডিয়ামে তারা ৩-১ সেটে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করে।
বুধবার দুপুর সাড়ে তিনটায় বালিকা ভলিবলে স্বর্ণপদকের জন্য চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিকে বালক ভলিবলের সেমিফাইনালে উঠেছে ক-গ্রুপ থেকে বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগ এবং খ- গ্রুপ থেকে খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।
বুধবার সকাল ৮টায় প্রথম সেমিফাইনাল ও সাড়ে নয়টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে দুপুর আড়াইটায় বালকের ব্রোঞ্জপদক লড়াই এবং বিকেল সাড়ে তিনটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ