-
বালিকা স্কুল রাগবিতে সালন্দর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
July 31st, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩১ জুলাই: অনূর্ধ্ব-১৭ বালিকা স্কুল রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁওয়ের সালন্দর উচ্চ বিদ্যালয়। আজ পল্টন ময়দানে ফাইনালে সালন্দর উচ্চ বিদ্যালয় ২০-০৫ পয়েন্টে নারায়ণগঞ্জের বি বি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। যথারীতি রানার্স আপ বি বি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়া তৃতীয় স্থান অর্জন করে শহীদ নবী উচ্চ বিদ্যালয় ও চতুর্থ স্থান দখল করে কে.এম বশির সরকারি প্রথমিক বিদ্যালয়। একই দিন তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে শহীদ নবী উচ্চ বিদ্যালয় ০৫-০০ পয়েন্টে কে.এম বশির সরকারি প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে তৃতীয় হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:-এর ডেপুটি ডাইরেক্টের মোস্তাফা খায়ের। বাংলাদেশ রাগবি ফেডারেরশন ইউনিয়ন এর সভাপতি আব্দুল্লাহ আল জাহির, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য দীন ইসলাম, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য পারভিন নাছিমা নাহার ও ফেডারেশনের অন্যান্য কর্মকতাগণ এ সময় উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন দলকে ১০,০০০/- টাকাসহ ট্রফি ও মেডেল , রানার আপ দলকে ৫,০০০/- টাকা সহ ট্রফি ও মেডেল এবং ৩য় ও ৪র্থ স্থানকে ট্রফি প্রদান করা হয়।
সেরা খেলোয়াড় হন সালন্দর উচ্চ বিদ্যালয়ের রুবিনা আক্তার।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে