-
বালিকা হকির সেমিতে খুলনা-ঢাকা
March 12th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১২ মার্চ ২০১৮: খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ বাংলাদেশ যুব গেমসের বালিকা হকির সেমিফাইনালে উঠেছে। অপরদিকে বালক গ্রুপের সেরা চারে জায়গা করে নিয়েছে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ।আজ সোমবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বালিকা গ্রুপের শেষ ম্যাচে খুলনা শুটআউটে ৩-০ গোলে রংপুর বিভাগকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। শুটআউটে রানী খাতুন, জুয়ায়রীয়া ফেরদৌস জয়ীতা ও নমিতা কর্মকারের গোলে জয় পেয়েছে খুলনা। ম্যাচসেরা হয়েছেন জয়ীতা। মঙ্গলবার খুলনা সেমিফাইনালে রাজশাহীর মুখোমুখি হবে।
অপর ম্যাচে মাহিয়া আক্তার ও সুমি আক্তারের গোলে রাজশাহীকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা বিভাগ। ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকা মুখোমুখি হবে রংপুর বিভাগের।
বালক গ্রুপের সেমিফাইনালে উঠেছে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ। গ্রুপের শেষ ম্যাচে ঢাকা ৫-৩ গোলে চট্টগ্রাম বিভাগকে হারায়। জয়ী দলের শিহাব হোসেন ও মোহাম্মদ মহসিন দুটি করে এবং রাকিবুল হাসান একটি গোল করেন। ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকা রংপুর বিভাগের মোকাবেলা করবে।
গ্রুপের শেষ ম্যাচে রংপুর বিভাগকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রাজশাহী। জয়ী দলের রকিবুল হাসান ও রফিকুল ইসলাম গোল করেন। সেমিতে রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ