-
বিএসপিএ’র শোক প্রকাশ
January 25th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ জানুয়ারি : বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য, পাক্ষিক ফেনী চিত্র ও দৈনিক সুপ্রভাত ফেনী পত্রিকার পরামর্শক সম্পাদক ফিরোজ আলমের বাবা মো. আহছান উল্লাহ ছাদেক (৮৩) বুধবার রাত ৯.২০ মিনিটে ফেনীস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগ-ব্যাধিতে ভুগছিলেন। আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ১১.৩০ মিনিটে মদিনাতুল উলুম কারী মিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমকে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ ভাই, স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে এবং নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। ফিরোজ আলমের পিতার মৃত্যুতে বিএসপিএ গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার শক্তি দেয়ার জন্য প্রার্থনা জানিয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ