-
বিকেএসপি চ্যাম্পিয়ন
February 9th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি: ওয়ালটন স্মার্ট ফ্রিজ ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০’ এর সেবা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আজ রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিকেএসপি। রানার্স-আপ হয় সেনাবাহিনী।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। শ্যুটআউটে বিকেএসপির আল-আমিন, সাইফুল ও আশরাফুল গোল করেন। আর সেনাবাহিনীর ইমন কেবল একটি গোল করতে পারেন। চ্যাম্পিয়ন বিকেএসপি ও রানার্স-আপ সেনাবাহিনী বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে উন্নীত হয়েছে।
সব মিলিয়ে ১০টি দল চূড়ান্তপর্ব তথা ঢাকা পর্বে নাম লিখিয়েছে। আট জোন থেকে চূড়ান্তপর্বে উঠেছে সিলেট, সাতক্ষীরা, রংপুর, পাবনা, কুমিল্লা, কক্সবাজার, খুলনা ও নেত্রকোনা। আর সেবা অঞ্চল থেকে চূড়ান্তপর্বে উঠল বিকেএসপি ও সেনাবাহিনী।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে