-
বিজয় দিবস থ্রোবলের ফাইনালে পুলিশ ও আনসার
December 25th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ ডিসেম্বর: ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস থ্রোবল প্রতিযোগিতা-২০১৯’ এর পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নারী বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পুলিশ। আগামীকাল সকাল ১০টা থেকে দুই বিভাগের ফাইনালে মুখোমুখি হবে দল চারটি।
আজ বুধবার পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে পাবলিক অপারেশন ম্যানেজমেন্টকে (পিওম) হারিয়ে ফাইনালে নাম লেখায়। অপর সেমিফাইনালে ডিএমপি একই ব্যবধানে বাংলাদেশ জেলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে নারী বিভাগের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ২-০ সেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে হারিয়ে ফাইনালে ওঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ একই ব্যবধানে জুরাইন জনতা ক্লাবকে হারিয়ে ফাইনালে পৌঁছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে