-
বিপিএলের ষষ্ঠ আসরে প্রতি দলে ৪ জন বিদেশি
April 18th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ এপ্রিল: বিপিএলের গত আসরে প্রতিটি দল এক ম্যাচে ৫ জন বিদেশি খেলানোর অনুমতি পেয়েছিল। ২০১২ ও ২০১৩ সালেও এই নিয়ম চালু ছিল। তবে ২০১৫ সালে প্রতিটি দল ৪ জন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছিল।
গত আসরে খেলা ৫ জন বিদেশির পরিবর্তে ষষ্ঠ আসরে ৪ জন বিদেশি খেলোয়াড় মাঠে নামার বিধান করেছেন বিসিবি। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিলের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যেকোনো ফ্র্যাঞ্চাইজি চার খেলোয়াড়কে ধরে রাখতে পারবে না। “মূলত, এটি স্থানীয় বা বিদেশি খেলোয়াড়দের কোনো সমন্বয় হতে পারে, তবে সর্বোচ্চ ৪ জন। আমরাও সিদ্ধান্ত নিই যে পরের সংস্করণে কেবলমাত্র চারজন বিদেশী খেলোয়াড় এক সময়ে খেলতে পারবেন।”
খেলোয়াড়ের ধারণার কাছাকাছি সিদ্ধান্তটিও ফ্র্যাঞ্চাইজি মালিকদের এবং কর্মকর্তাদের মধ্যে একটি উষ্ণ বিষয়। যদিও বিসিবি এই টুর্নামেন্টের পাঁচ মাস আগে এটি পরিষ্কার করে দিচ্ছে তাদের পক্ষে দলগঠনে সহজতর হতে পারে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে