শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ব্রাজিল
July 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সামারা (রাশিয়া), ২ জুলাই: বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক এখন পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল। আজ মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নামার আগে বিশ্বকাপে ২২৬ গোল করে মিলিতভাবে শীর্ষে ছিল ব্রাজিল ও জার্মানি।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ৫১ মিনিটে ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার গোল করলে জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপে এককভাবে ব্রাজিলকে সর্বোচ্চ গোলের রেকর্ডের আসনে বসান।
৮৮ মিনিটে ব্রাজিলের বদলি খেলোয়াড় রবার্টো ফারমিনো গোল করলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ব্রাজিলের। এর ফলে বিশ্বকাপের আসরে ব্রাজিলের মোট গোলসংখ্যা এখন ২২৮টি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে