-
বিশ্বকাপ রাগবিতে জর্জিয়া ও ওয়েলসের জয়
September 29th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জাপান, ২৯ সেপ্টেম্বর: নবম বিশ্বকাপ রাগবিতে আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে জর্জিয়া ও ওয়েলস। দিনের প্রথম খেলায় গ্রুপ ‘ডি’তে থাকা জর্জিয়া ৩৩-৭ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়েকে। সেইসাথে প্রথম জয়ের মুখ দেখেছে জর্জিয়া।
অপরদিকে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে উরুগুয়ে। এ ম্যাচ জয়ের ফলে ২ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে জর্জিয়া। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে।
একই দিন গ্রুপ ‘ডি’র অপর খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ওয়েলস ২৯-২৫ পয়েন্টে পরাজিত করেছে অস্ট্রেলিয়াকে। টানা দ্বিতীয় জয়ে ৯ পয়েন্ট সংগ্রহে গ্রুড ‘ডি’র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওয়েলস।
অপরদিকে হেরে যাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে