-
বিশ্বকাপ রাগবির কোয়ার্টার ফাইনালে ওয়ালশ
October 9th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জাপান, ৯ অক্টোবর: বিশ্বকাপ রাগবির নবম আসরে পুল ‘ডি’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওয়ালশ। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় খেলায় ওয়ালশ ২৯-১৭ পয়েন্টে পরাজিত করেছে ফিজিকে।
এরপর টানা তৃতীয় জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পুল ‘ডি’র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেইসাথে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে তাদের।
অপরদিকে হেরে যাওয়ায় ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে পুল ‘ডি’র তৃতীয় স্থান নিশ্চিত হয়েছে ফিজির। এছাড়া পুল ‘ডি’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
আজ পুল ‘সি’তে থাকা আর্জেন্টিনা নিজেদের শেষ খেলায় ৪৭-১৭ পয়েন্টে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। ফলে ৪ খেলায় ১১ পয়েন্ট নিয়ে পুল ‘সি’র তৃতীয় স্থান নিশ্চিত হয় আর্জেন্টিনার। অপরদিকে ৩ খেলায় সবকটিতে হেরে তালিকার তলানিতে রয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া পুল ‘এ’তে থাকা স্কটল্যান্ড নিজেদের তৃতীয় খেলায় ৬১-০ পয়েন্টে রাশিয়াকে উড়িয়ে দিয়েছে। ফলে ৩ খেলায় ১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ড। অপরদিকে ৪ খেলার সবকটিতে হেরে শূন্য হাতেই বিদায় নিয়েছে রাশিয়া।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে