-
বিশ্বনাথকে পেছনে ফেললেন কোহলি
September 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সাউদাম্পটন, ২ সেপ্টেম্বর: টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের দিক থেকে তারই স্বদেশী সাবেক ব্যাটসম্যান গুনাধাপ্পা বিশ্বনাথকে পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ৭০তম টেস্টের ১১৯তম ইনিংসে তার মোট সংগ্রহ ছিল ৬০৪০ রান। মোট ৬০৮০ রান সংগ্রহে কোহলির ঠিক উপরে ছিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান গুনাধাপ্পা বিশ্বনাথ।
আজ ৪ নম্বরে ব্যাট করতে নেমে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ৮ম ওভারের পঞ্চম বলটি পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নেয়ার মধ্য দিয়ে গুনাধাপ্পা বিশ্বনাথকে পেছনে ফেলেন বিরাট কোহলি। সেইসাথে নিজেকে টেস্টে সর্বোচ্চ রানের দিক থেকে বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন কোহলি।
এ রিপোর্ট লেখার সময় ৪৩ রানে অপরাজিত থাকায় টেস্টে তার মোট সংগ্রহ এখন ৬০৮৩। এই রান সংগ্রহের পথে ২৩টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। গড় ৫৪.৮০।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে