-
বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের জয় দিয়ে শুরু
September 24th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
বাতুমি (জর্জিয়া), ২৪ সেপ্টেম্বর: জর্জিয়ার বাতুমি শহরে ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দাপুটে জয় দিয়ে শুরু করেছে। আজ ২৪ সেপ্টেম্বর সোমবার উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডেই অত্যন্ত দুর্বল প্রতিপক্ষ ওপেন বিভাগে পালাউকে ৪-০ পয়েন্টে এবং একই ব্যবধানে মহিলা বিভাগে কসোভোকে পরাজিত করেছে।
ওপেন বিভাগে মোট ১৮৫টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ৬৪তম সিডেড দল হয়ে অলিম্পিয়াডে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ তাদের প্রতিপক্ষে পালাউ ১৫৬তম সিডেড দল ছিল।
ওপেন বিভাগে পালাউর বিপক্ষে এক নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (2477) ট্যান সান্টিয়াগো জুনিয়র (1823) কে, দুই নম্বর বোর্ডে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (2263) সালভাদোরা অ্যাঞ্জেলো (1772) কে, তিন নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (2452) কাবুসো রুস্তুম (1730) কে এবং চার নম্বর বোর্ডে ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম (2273) ট্র্যাবিং লেইফ (1323) কে পরজিত করেন।
এদিকে মহিলা বিভাগে ১৫১টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ৬০তম এবং তাদের প্রতিপক্ষ কসোভো ১৩৫তম সিডেড দল। প্রথম রাউন্ডে কসোভোর বিপক্ষে এক নম্বর বোর্ডে শামীমা আক্তার লিজা (2152) কলারি হাফিফ (1437) কে, দুই নম্বর বোর্ডে তনিমা পারভীন (2022) স্যারসি এনডরিকোনা (1263) কে, তিন নম্বর বোর্ডে শারমীন সুলতানা শিরিন (1974) স্যারসি রেনেসা (1138) কে এবং চার নম্বর বোর্ডে রানী হামিদ (1909) ভিটিয়া এলফেট (0) কে পরাজিত করেন। উল্লেখ্য, বন্ধনীর ভেতরে খেলোয়াড়দের আন্তর্জাতিক রেটিং তুলে ধরা হয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ