-
বিসিবি লাল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা
January 5th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ০৪ জানুয়ারি: আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলংকা সফরকে সামনে রেখে চূড়ান্ত দল গঠনকল্পে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করেছে বিসিবি। আগামী ৬ ও ৯ জানুয়ারি হবে এই ম্যাচ দুটি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার দুপুর ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচটি।
আজ বৃহস্পতিবার বিসিবি ১২ সদস্যের বিসিবি লাল ও বিসিবি সবুজ দল ঘোষণা করেছে। বিসিবি লাল দলের নেতৃত্বে থাকছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর বিসিবি সবুজ দলের নেতৃত্ব দিবেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
দুই দলের খেলোয়াড়রা হলেন-
বিসিবি লাল: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহামুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু্
বিসিবি সবুজ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মো: মিথুন, নাজমুল ইসলাম শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মো: সাইফ উদ্দিন, আবু জাহেদ রাহি, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে