-
বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০
January 1st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মাউন্ট মঙ্গানুই (নিউজিল্যান্ড), 0১ জানুয়ারি: বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড।
৯ ওভারে ৪ উইকেটে ১০২ রান স্কোরবোর্ডে জমা করার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। এই ১০২ রানের মধ্যে কলিন মুনরোর ব্যাট থেকে আসে ৬৬ রান। তার ২৩ বলের ইনিংসে ১১ বাউন্ডারি ও তিনটি ছক্কার মার রয়েছে।
ওপেনার মার্টিন গাপতিল ২, গ্লেন ফিলিপস ১০ এবং ব্রুস ৩ রান করে আউট হন। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৭ ও কিচেন ১ রানে অপরাজিত ছিলেন।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় পরবর্তীতে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ইতোমধ্যে প্রথম টি-২০ ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
একই ভেন্যুতে আগামী ৩ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে