-
বৃষ্টিতে ভেসে গেলো পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ
August 29th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ম্যানচেস্টার, ২৯ আগস্ট: করোনা ভাইরাসের কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ১৬৭ দিন পর মাঠে ফিরেছে টি-২০ ক্রিকেট। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়ারদ্বয়।
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩ রানে প্রথম উইকেট হারালেও ব্যান্টন ঝড়ে ১৬.১ ওভার মোকাবেলায় ৬ উইকেটে ১৩১ রান স্কোরবোর্ডে জমা করে। এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। শেষ অবধি ম্যাচটি পরিত্যক্ত হয়।
ইংলিশ ওপেনার টম ব্যান্টন মাত্র ৪২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পান ডানহাতি এই ইংলিশ ওপেনার। এছাড়া ডেভিড মালান ২৩ বলে ২৩ এবং অধিনায়ক মরগান ১০ বলে ১৪ রান করে আউট হন।
পাক বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ও সাদাব খান দুটি করে এবং ইফতিখার আহমেদ নেন ১ উইকেট।
আগামি ৩০ আগস্ট রোববার ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫টায় দুই দলের মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে