-
বৃহস্পতিবার থেকে শুটিং শুরু
March 7th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা ৭ মার্চ ২০১৮ : আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বাংলাদেশ যুব গেমসের ময়দানি লড়াই শুরু হয়ে গেছে। আজ বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবল মাঠে গড়িয়েছে।বৃহস্পতিবার থেকে লক্ষ্যভেদের নিশানায় গুলশান শুটিং রেঞ্জে আগামীদিনের তারকা শুটাররা প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। এভাবেই এক এক করে গেমসের অপর ডিসিপ্লিনগুলো ক্রমশ: শুরু হবে।
শুটিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিতে এরই মধ্যে দেশসেরা খুদে শুটাররা ঢাকা এসে পৌঁছেছে। তাদের জাতীয় শুটিং কমপ্লেক্সে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পর্যবেক্ষণ কমিটির লে. কর্ণেল অব. মোহাম্মদ আলী সোহেল বলেন, গেমসে অংশগ্রহণের লক্ষে শুটাররা চলে এসেছে। ভেন্যুর সবধরনের প্রস্তুতি সম্পান্ন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে বিভিন্ন ইভেন্টের বাছাইপর্ব, চূড়ান্ত পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, আমরা আশা করছি, যুব গেমস থেকে আমরা অনেক প্রতিভাবান শুটার খুঁজে পাবো। যারা আগামীদিনে শুধু জাতীয় পর্যায়ই নয়, আন্তর্জাতিক শুটিংয়েও দেশের সুনাম বৃদ্ধি করবেন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ