-
ব্রাজিলের বিপক্ষে খাকছেন না মুলার-ওজিল
March 24th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ ডটকম
বার্লিন, ২৪ মার্চ, ২০১৮ : ব্রাজিলের বিপক্ষে আগামী মঙ্গলবার ঘরের মাঠ বার্লিনে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে খেলছেন না জার্মানির থমাস মুলার ও মেসুত ওজিল।অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দলের এ দুই তারকার অনুপস্থিতির বিষয়টি অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে জার্মানি। যদিও সামান্য ফিটনেস সমস্যার কারণে নাকি অভিজ্ঞ এ দুই তারকাকে শুধামাত্র বিশ্রাম দেয়া হয়েছে- এ বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।
যদিও দু’জনেই স্পেনের বিপক্ষে শুক্রবার ডাসেলড্রফে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মূল একাদশে ছিলেন। জোয়াকিম লো’য়ের দলের হয়ে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচটিতে দারুণ এক গোল করে সমতা ফিরিয়েছিলেন মুলার। আর্সেনাল প্লেমেকার ওজিল ম্যাচ শেষ করলেও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মুলার নয় মিনিট আগে লিও গোরেতজার সাথে বদলী বেঞ্চ পরিবর্তন করেন।
স্পেনের বিপক্ষে অবশ্য দু’জনের পারফরমেন্সই লো’কে সন্তষ্ট করেছে। ম্যাচ শেষে লো বলেছেন, আমি মনে করি এটা দুই দলের জন্য দারুণ একটি পরীক্ষা ছিল। আজ আমরা অনেক কিছু শিখেছি। এ কারণেই আমরা স্পেন ও ব্রাজিলের মত দলের বিপক্ষে খেলতে চেয়েছি।
সেরা দলের বিপক্ষেই শুধুমাত্র নিজেদের সঠিকভাবে যাচাই করা যায়। যদিও এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমি মনে করি কোন দলই এখনো তাদের পূর্ণাঙ্গ শক্তি দেখাতে পারেনি।
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস বলেছেন, স্পেন প্রথম ২০ মিনিট দারুণ খেলেছে এবং ওই সময়ই তারা এগিয়ে গিয়েছে। এরপরই ম্যাচ আমাদের দিকে চলে আসে। সব মিলিয়ে এই ফলাফলে আমরা সন্তষ্ট।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ