-
ব্র্যাক ও সিটি বিশ্ববিদ্যালয়ের জয়
July 26th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৬ জুলাই: দ্বিতীয় শাহ জালাল ইসলামী ব্যাংক ফারাজ গোল্ডকাপ আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সিটি বিশ্ববিদ্যালয়।
কমলাপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্র্যাক ও আইইউবিএটি বিশ্ববিদ্যালয়। ৪১ মিনিটে জাওয়াতের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ব্র্যাক। এরপর ৫৮ মিনিটে আলীর গোলে সমতা আনে আইইউবিএটি। শেষ পর্যন্ত দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ অমীমাংসিতভাবে।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৪-৩ গোলে আইইউবিএটি হারিয়ে জয় তুলে নেয়। ম্যাচ সেরা হন জয়ী দলের সাজিল।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় সিটি বিশ্ববিদ্যালয় ১-০ গোলে পরাজিত করেছে গণ বিশ্ববিদ্যালয়কে। ম্যাচের ২৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাচ সেরা খেলোয়াড় আলমাস।
আগামীকাল শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে খেলা হবে দুটি। প্রথম খেলায় সকাল ১০.০০টায় মুখোমুখি হবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও বিইউবিটি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় খেলায় বেলা তিনটায় লড়বে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে