-
বয়রা তরুণ সংঘের নির্বাচন ২৬ জানুয়ারি
January 23rd, 2018আনওয়ার আহমেদ মুন, বিডিস্পোর্টস২৪ডটকম
খুলনা, ২৪ জানুয়ারি : শেখ আবু নাসের গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সম্পতি চ্যাম্পিয়ন হওয়া বয়রা তরুণ সংঘের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষে নির্বাচনে দু’টি প্যানেলের মোট ৬১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেখ হেমায়েত উল্লাহ ও শেখ মোস্তফা কামালের নেতৃত্বে সম্মিলিত ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদে ৩১ জন এবং কাজী মুজিবুল হক ও এস এম রাজীব উল আলম পরাগের নেতৃত্বাধীন পরিষদে ৩০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। উভয় প্যানেলই জয়ের আশা ব্যক্ত করেছে।
খুলনা মহানগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন স্কুলে এ ক্লাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটি গঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫৪ জন।
নিম্নে প্যানেল পরিচিতি তুলে ধরা হলো :
সম্মিলিত ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ : সভাপতি : শেখ হেমায়েত উল্লাহ। সহসভাপতি : এস এম আনিসুর রহমান পারভেজ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মো. আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক : শেখ মোস্তফা কামাল। সহসাধারণ সম্পাদক : আব্দুল মইন মিয়া লাভলু। যুগ্মসাধারণ সম্পাদক : শেখ মিরাজুল ইসলাম ও মো. মোস্তাফিজুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক : মো. আসলাম মল্লিক। সহসাংগঠনিক সম্পাদক : মো. রুহুল আমিন। অর্থ সম্পাদক : মো. আমির হোসেন। ক্রীড়া সম্পাদক : শেখ নাসির উদ্দিন। সহক্রীড়া সম্পাদক : হাসনাত আশিক হোসেন তমাল। প্রচার ও যোগাযোগ সম্পাদক : মেহেদী হাসান মুকুল। সহপ্রচার ও যোগাযোগ সম্পাদক : আছাবুর শেখ। সমাজ কল্যাণ সম্পাদক : শেখ আব্দুস সাত্তার। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : মো. হায়দার আলী। দপ্তর সম্পাদক : আল-মামুন বাদল। যুব বিষয়ক সম্পাদক : শেখ কামরুল ইসলাম পলাশ। কার্যবির্নাহী সদস্য : শেখ মাহবুবুর রহমান লিটন, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, শেখ ফারুক হোসেন, এস. এম. মাহমুদুল হাসান মাহমুদ, আমিনুল ইসলাম ইকবাল, শেখ মো. গিয়াস উদ্দীন ভানু, শ্যামল কুমার রায়, শেখ জামান উল্লাহ, এস এম শফিকুর রহমান শফিক, মো. নাহিন রাজ্জাক (সোহেল খান)। সংরক্ষিত মহিলা সদস্য : সাবিনা মনোয়ারা সাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পরিষদ থেকে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হোসনেয়ারা।
নির্বাচনে অপর প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি : কাজী মুজিবুল হক। সহসভাপতি : মো. রফিকুল ইসলাম খান মুকুল, সৈয়দ কামরুজ্জামান বাবলু, মো. তারিকুল ইসলাম তারিক। সাধারণ সম্পাদক : এস এম রাজীব উল আলম পরাগ। সহসাধারণ সম্পাদক : আরিফুর রহমান। যুগ্মসাধারণ সম্পাদক : আল মাসুদ খান, মো. ইয়াসির আরাফাত মাসুম। সাংগঠনিক সম্পাদক : এস এম বদরুল আলম রয়েল। সহসাংগঠনিক সম্পাদক : শেখ মো. ইয়াসিন। অর্থ সম্পাদক : আজিজুর রহমান সানু। ক্রীড়া সম্পাদক : মো. আজিম উদ্দিন। সহক্রীড়া সম্পাদক : শেখ হাফিজুর রহমান টুটুল। প্রচার ও যোগাযোগ সম্পাদক : মো. হাবিবুর রহমান বিপুল ঢালী। সহপ্রচার ও যোগাযোগ সম্পাদক : মো. শামীম শেখ মাসুম। সমাজ কল্যাণ সম্পাদক : মো. শওকত হোসেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : শেখ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক : এস এম আবিদুর রহমান আবিদ। যুব বিষয়ক সম্পাদক : কাজী রাশেদুল হক (রাজীব)। কার্যনির্বাহী সদস্য : মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. দেলোয়ার হোসেন, মো. কামরুল ইসলাম ঢালী, মো. শামীম শেখ মাসুম, আব্দুল মান্নান বিদ্যুত, অলিয়ার রহমান অলি, সাদিকুর রহমান রনি, শেখ আবু তালেব, এস এম ওয়াহিদুর রহমান অর্থ, মো. জহিরুল আলম রিয়াদ। সংরক্ষিত মহিলা সদস্য : আঞ্জিলা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত বিশৃঙ্খলার আশঙ্কায় কেএমপি পুলিশ কমিশনারের নির্দেশে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বয়রা তরুণ সংঘ ক্লাবের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এসএম মনজুরুল আলম। ভোট প্রদানের সময় সকল ভোটারকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি সঙ্গে আনতে বলা হয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ