-
ভারতকে ১৫৩ রানের টার্গেট দিলো শ্রীলংকা
March 12th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১২ মার্চ: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফিরতি ম্যাচে স্বাগতিক শ্রীলংকা ৯ উইকেটে ১৫২ রান করেছে। এতে করে ভারতকে ১৫৩ রানের টার্গেট দিতে সক্ষম হয় লঙ্কানরা।
বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ১ ওভার কমিয়ে ১৯ ওভারে খেলানোর সিদ্ধান্ত নেন আম্পায়ারদ্বয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুশল পেরেরার অর্ধশত রানের ওপর ভর করে ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে শ্রীলংকা। কুশল মেন্ডিস ৩৮ বলে তিন চার ও তিন ছক্কায় ৫৫ রান করেন। এছাড়া উপল থারাঙ্গা ২২, সানাকা ১৯, গুনাথিলাকা ৮ বলে ১৭ ও থিসারা পেরেরা ৬ বলে ১৫ রান করে আউট হন। সুরঙ্গা লাকমাল ৫ রানে অপরাজিত থাকেন।
ভারতের বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর ২৭ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর দুটি এবং উনাদকাট, চাহাল ও সানকার একটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে