-
ভারতের ফিল্ডিং কোচ পদে জন্টি রোডসের আবেদন
July 25th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জোহানেসবার্গ, ২৫ জুলাই: দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডস ভারতের ফিল্ডিং কোচ পদে আবেদন করেছেন। ফলে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের।
ক্রিকেট নেক্সট নামে এক ওয়েবসাইটে জন্টি বলেন, ‘হ্যাঁ ভারতের নতুন ফিল্ডিং কোচ পদে আমি আবেদন করেছি। আমি ও আমার স্ত্রী এই দেশটিকে খুবই পছন্দ করি, এখানে ইতোমধ্যে আমরা অনেক সফলতা পেয়েছি। আমাদের দুটি সন্তান ভারতে জন্ম নিয়েছে।’
নিজের ক্রিকেট ক্যারিয়ারে জন্টি চুম্বক গতিতে ক্যাচ ধরা ও অসাধারণ দৌড়ে রানআউট করাতে পারদর্শী ছিলেন। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের ইনজামাম-উল-হককে রান আউটের স্মৃতি এখনও দর্শকরা মনে রেখেছে।
রোডসের অবশ্য ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা আগেও হয়েছে। তিনি আইপিএলে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে