-
ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকবেন ইমরান খান
September 18th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
করাচি, ১৮ সেপ্টেম্বর: চলমান এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল দুবাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তানের ম্যাচে প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন উন্মাদনা, উত্তেজনা। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বেশ কিছু দিন যাবত অনুষ্ঠিত হচ্ছে না। কেবলমাত্র আইসিসি এবং এসিসি’র কোনো টুর্নামেন্টেই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দু’টি একে অপরের মোকাবেলা করে থাকে।
ইমরান খান সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। এরপর শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনালে মুখোমুখি হবে।
গতরাতে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ইমরান খান ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ সরাসরি উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে