-
ভারত যেভাবে ফাইনালে-
September 27th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ২৭ সেপ্টেম্বর: এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবার দেখে নেয়া যাক ভারত কিভাবে ফাইনালে পৌঁছলো।
১৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের খেলা শুরু হলেও ভারত মাঠে নামে ১৮ সেপ্টেম্বর। ওই দিন প্রথম ম্যাচে হংকংকে ২৬ রানে হারিয়ে শুভ সূচনা করে ভারত। এরপর ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে খেলার টিকিট পায় ভারত।
২১ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে ভারত। ২৩ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯ উইকেটে বিধ্বস্ত করে ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মা বাহিনী।
২৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে জিততে পারেনি ভারত। শেষ ম্যাচটি টাই হওয়ায় ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে সুপার ফোরের শীর্ষস্থান নিশ্চিত করে ফাইনালে পা রাখে ভারত।
আগামীকাল দুবাইতে ১৪তম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। বিকেল ৫.৩০টায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে