-
ভারত যেভাবে ফাইনালে-
September 14th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর: গত ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর সাফ সুজুকি কাপে গ্রুপ ‘বি’তে প্রতিদ্বন্দ্বিতা করে ভারত। এই গ্রুপের অন্য দু’টি দল হচ্ছে শ্রীলংকা ও মালদ্বীপ।
৫ সেপ্টেম্বর ৭ বারের চ্যাম্পিয়ন ভারত তাদের প্রথম খেলায় শ্রীলংকার বিপক্ষে ২-০ গোলের জয়ে এবারের আসরে শুভ সূচনা করে। ৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত নিজেদের দ্বিতীয় খেলায় মালদ্বীপকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছে।
গত ১২ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। প্রথমার্ধে কোনো গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে পাকিস্তানের জালে একে একে তিনবার বল পাঠায়। শেষদিকে পাকিস্তান একটি গোল শোধ করায় পাকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় ১২ আসরের সবকটিতে সেমিফাইনাল খেলা ভারত। আর এ নিয়ে ১১ বার ফাইনালে খেলবে ভারত। ২০০৩ সালে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে ফাইনালে যেতে পারেনি সাফে সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী ভারত।
আগামীকাল শনিবার সাফ সুজুকি কাপের ফাইনালে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭.০০টায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে