-
ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
September 23rd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯’র বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাদেশের স্ট্রাইকার গোলটি করেন।
৬ মিনিটে বাম প্রান্ত থেকে গোলমুখে নেয়া ঋতুপর্নার জোরালো ক্রসে বাংলাদেশের কোনো ফরোয়ার্ড পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলের দেখা পায়নি বাংলাদেশ।
১০ মিনিটে আনাই মগনির শট ভিয়েতনামের রক্ষণভাগ ফিরিয়ে দেয়। ফিরতি বলে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দার নেয়া শট সাইড বারের সামান্য বাইরে দিয়ে বল গেলে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
৩৭ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে বাংলাদেশের স্ট্রাইকার শামসুন্নাহার গোল করলেও অফসাইডের কারণে অস্ট্রেলিয়ার রেফারি ক্যাথেরিন সেই গোলটি বাতিল করে দেন। এ সময় সহকারী রেফারি অফসাইডের ফ্লাগ না তুললেও রেফারি ক্যাথেরিন সহকারী রেফারির সাথে কথা বলার পর শামসুন্নাহার জুনিয়রের করা গোলটি বাতিল করে দেন রেফারি। এর ফলে খেলা দেখতে আসা বাংলাদেশের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে।
৪৫+১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শামসুন্নাহার জুনিয়রের নেয়া গোলমুখে শট ভিয়েতনাম গোলরক্ষক দাও থি কিউ বল ধরতে ব্যর্থ হন। তার হাস ফসকে বল গোললাইনের কাছাকাছি পড়লে তা থেকে বাংলাদেশের স্ট্রাইকার তহুরা হেডের সাহায্যে ভিয়েতনামের জালে বল পাঠান (১-০)। সেইসাথে ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে