-
মহানগরী ফিদে রেটিং দাবার শীর্ষে ৬ জন
July 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১০ জুলাই: ওয়ালটন মহানগরী দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা ৬ জন খেলোয়াড় ৬ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
এরা হলেন- উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ মাসুম হোসেন, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মোঃ মতিউর রহমান মামুন ও আবুদল মোমিন, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের মোঃ শরীয়তউল্লাহ ও সোনারগাঁও চেস ক্লাবের মোহাম্মদ এনায়েত হোসেন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ৩ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার রেজাউল হক, এম জাকারিয়া ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া।
আজ মঙ্গলবার দাবা ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডের খেলায় মাসুম ফিদে মাস্টার রেজাকে, অনত জাবেদ আল আজাদকে, মামুন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, মোমিন মোঃ আবজিদ রহমানকে, শরীয়ত সৈয়দ এজাজ হোসেনকে, এনায়েত শাহনাজ মোহাম্মদ ফারুককে, জাকারিয়া মাইনুদ্দিন আহমেদকে ও তাহসিন আকিব জাওয়াদকে পরাজিত করেন। মোহাম্মদ মানিক মনিরুজ্জামান মাসুদের সাথে ড্র করেন।
আগামীকাল (বুধবার) দুপুর ২.০০টা হতে একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে