-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবলের উদ্বোধন
March 29th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৯ মার্চ: আজ থেকে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা প্রতিযোগিতায় মোট ০৭ টি দল অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক-১ এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ২৫-১৮, ২৫-২১, ২৫-২২ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে।
২য় খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ২৫-১২,২৫-১০,২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে পরাজিত করেছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে