-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল কাল শুরু
March 28th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ মার্চ: আগামী বৃহস্পতিবার থেকে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা।
তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় সাতটি দল অংশগ্রহণ করবে। সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
বৃহস্পতিবার উদ্বোধনী দিনে খেলা হবে তিনটি। বিকেল তিনটায় প্রথম খেলায় মুখোমুখি হবে গ্রুপ ‘ক’তে থাকা বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।
বিকেল ৪.৩০টায় গ্রুপ ‘খ’তে থাকা বাংলাদেশ বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস এবং সন্ধ্যা ৬.০০টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পুলিশ পরস্পরের মোকাবেলা করবে।
আগামী ৩১ মার্চ সকালে দুটি সেমিফাইনাল এবং বিকেলে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-ক: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রুপ-খ: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে