-
মহিলা ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে ২২ ফেব্রুয়ারি
February 15th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি: ৭টি ক্লাব দলের অংশগ্রহণে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার থেকে মাঠে গড়াচ্ছে মহিলা ফুটবল লিগ। কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৩.০০টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টস ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে একথা জানানো হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রোববার কুমিল্লা ইউনাইটেডের মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশ। ওই দিন অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাবের বিপক্ষে লড়বে নাসরিন স্পোর্টস একাডেমী।
অংশগ্রহণকারী ক্লাবগুলো হল:
বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাব, এফইউ উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে