শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
মাঠে গড়িয়েছে কাবাডি
March 11th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১১ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমসের কাবাডি ডিসিপ্লিনে বালক বিভাগে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং বালিকা বিভাগে চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ জয় পেয়েছে।
আজ রোববার কাবাডি স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় বালক গ্রুপে চট্টগ্রাম বিভাগ একটি লোনাসহ ৩৩-২৯ পয়েন্টে রাজশাহী বিভাগকে ও বরিশাল বিভাগ তিনটি লোনাসহ ৫১-৩৩ পয়েন্টে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করে।
অপরদিকে বালিকা বিভাগে চট্টগ্রাম বিভাগ ৩৪-২৭ পয়েন্টে বরিশাল বিভাগকে, খুলনা বিভাগ ২৯-৮ পয়েন্টে সিলেট বিভাগকে এবং ময়মনসিংহ বিভাগ ৪১-২১ পয়েন্টে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ