-
মাঠে ফিরছেন নেইমার
March 31st, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ডটকম
ব্রডেক্স, ৩১ মার্চ, ২০১৮ : ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খুব শিগগিরই মাঠে ফিরছেন। ডান পায়ের অস্ত্রোপচারের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন পিএসজির এ নামিদামি খেলোয়াড়।পিএসজির কোচ উনাই এমেরি আশা করছেন নেইমার আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন। তিনি বলেন, ‘আমি নেইমারের সাথে কথা বলেছি, সে ভালই আছে। অনেকটা সুস্থ অনুভব করছে।’
এদিকে জুনে রাশিয়ায় বিশ্বকাপ শুরুর আগে নেইমারের সুস্থতা নিয়ে এখনো চ্যালেঞ্জের মুখে ব্রাজিল। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পথে নেইমারের দলে থাকাটা নি:সন্দেহে অনেক বেশি জরুরি। মার্সেইর বিপক্ষে গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে আঘাত পাওয়ার পর থেকে নেইমার ব্রাজিলে চিকিৎসার জন্য অবস্থান করছেন।
ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার গত ৩ মার্চ নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছিলেন পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে হয়ত আড়াই থেকে তিনমাস সময় লাগতে পারে। আর তাই যদি হয় তবে এবারের মৌসুমে আর পিএসজির হয়ে নেইমারের মাঠে নামা হচ্ছেনা।
ফলে এ তারকা ফরোয়ার্ডের লক্ষ্য এখন রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা। চার বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হবার ম্যাচটিতে ইনজুরির কারণে নেইমার দলে ছিলেন না। সেই দুঃসহ স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়।
আগামী মাসের মাঝামাঝি আবারো নেইমারের ইনজুরি পর্যবেক্ষণ করবে পিএসজি ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ