-
মালদ্বীপ যেভাবে ফাইনালে-
September 14th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর: গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাফ সুজুকি কাপে মালদ্বীপ গ্রুপ ‘বি’তে প্রতিদ্বন্দ্বিতায় নামে। এই গ্রুপের বাকি দু’টি দল হলো ভারত ও শ্রীলংকা।
৭ সেপ্টেম্বর মালদ্বীপ তাদের গ্রুপ পর্বের প্রথম খেলায় শ্রীলংকার মুখোমুখি হয়। শ্রীলংকার সাথে ০-০ ড্র করে মালদ্বীপ। এরপর ৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় ভারতের মোকাবেলায় নামে তারা। ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় মালদ্বীপ।
এরফলে গ্রুপ ‘বি’র গ্রুপ পর্বের খেলা শেষে শ্রীলংকা ও মালদ্বীপের পয়েন্ট এবং গোলপার্থক্য সমান হওয়ায় সাফের নতুন বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হয়। টসভাগ্যে শ্রীলংকাকে হটিয়ে মালদ্বীপ সেমির টিকিট পায়। উল্লেখ্য, গ্রুপ পর্বে কোনো গোল না করেই সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে মালদ্বীপ। এর ফলে ১২ আসরের মধ্যে ১০ আসরে অংশ নেয়া সবকটি আসরেই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার কৃতিত্ব দেখায় মালদ্বীপ।
গত ১২ আগস্ট প্রথম সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে সাফ সুজুকি কাপের ফাইনালে পৌঁছে একবারের সাফজয়ী মালদ্বীপ।
আগামীকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭.০০টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে