-
মালেক অপরাজিত চ্যাম্পিয়ন
January 22nd, 2018ক্রীড়া প্রতিবেদক :
চট্টগ্রাম, ১৯ জানুয়ারি : ফিদেমাস্টার আব্দুল মালেক ৭ ম্যাচে টানা সাত জয় নিয়ে সৈয়দ জাহেদ মনসুর স্মৃতি ওপেন ফিদে ব্লিটজ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ছয় পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন মঈনউদ্দিন আহমেদ।এদিকে সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে তৃতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে সাজ্জাদ কিশোর, শামসুল হক, মোহাম্মদ নাজিম ও বকুল বড়ুয়া।
এছাড়া পাচঁ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে এয়োদশতম হয়েছেন যথাক্রমে ওয়ালী উল্লাহ, করিম মোহাম্মদ শাহিন, রাকিবুল ইসলাম সাচ্চু, মোহাম্মদ মঈনউদ্দিন, নাসির হাসান, মো. সেলিম রাব্বি ও মো. কামরুল ইসলাম।
উল্লেখ্য দিনব্যাপী এ প্রতিযোগিতা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসরের আরবিটার ছিলেন মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন।
মোট ৭০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন ইঞ্জিনিয়ার এস এম তারেক।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ