-
মালয়েশিয়ায় জিএসিসি ইন্টারভার্সিটি দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
January 22nd, 2018ক্রীড়া ডেস্ক :
বিডিস্পোর্টস২৪ ডটকম
মালয়েশিয়া, ২২ জানুয়ারি : মালয়েশিয়ার মালয় ইউনিভার্সিটিতে আজ সোমবার ২২তম জিএসিসি ইন্টারভার্সিটি দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ আসরে বাংলাদেশ থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের দাবাড়ুরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ দ্বিতীয় রাউন্ড শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের মো. সাব্বির হোসেন দেড় পয়েন্ট, মোহাম্মদ শাকিল ও শামস উদ দোহা এক পয়েন্ট করে এবং সৈয়দ এজাজ হোসেন আধা পয়েন্ট সংগ্রহ করেছেন।
প্রথম রাউন্ডে সাব্বির শ্রীলঙ্কার আত্তিগালা ভিনুরীকে, শাকিল মালয়েশিয়ার হারমান নূর আজিয়ারাকে ও দোহা শ্রীলঙ্কার নিরজিনি পিকে পরাজিত করেন। তবে এজাজ শ্রীলঙ্কার কুমারীর কাছে ও রিফা নানজিবা ইবনাত মালয়েশিয়ার লাই জিউন ইনের কাছে পরাজিত হয়েছেন।
কিন্ত দ্বিতীয় রাউন্ডে সাব্বির মালয়েশিয়ার শিবানাশান শুভ্রমনিয়ামের সাথে ও এজাজ মালয়েশিয়ার ওয়ান মোহাম্মদ আদলির সাথে ড্র করেন। দোহা শ্রীলঙ্কার অমরাসিংহের কাছে, শাকিল শ্রীলঙ্কার রত্মায়েকের কাছে ও নানজিবা মালয়েশিয়ার সালিম আজলিনের কাছে হেরে যান।
উল্লেখ্য এ চ্যাম্পিয়নশিপে ৫ দেশের একজন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন মহিলা ফিদেমাস্টারসহ ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ