-
মিয়ামি মাস্টার্সে র্যাঙ্কিং শীর্ষ ফেদেরারের বিদায়
March 25th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ডটকম
মিয়ামি, ২৫ মার্চ ২০১৮ : র্যাঙ্কিং শীর্ষ সুইস টেনিস তারকা রজার ফেদেরার অস্ট্রেলিয়ান বাছাই খেলোয়াড় থানাসি কোকিনাকিসের কাছে মিয়ামি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন।শুধু তাই নয়, এ পরাজয়ের সাথে সাথে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন। আবারো তাকে টপকে এ স্থানে উঠে এসেছেন স্প্যানিশ রাফায়েল নাদাল। চলতি টুর্নামেন্টের শেষে এটিপি বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ করা হবে।
বিশ্বের ১৭৫তম র্যাঙ্কধারী কোকিনাকিস ওয়াইল্ড কার্ড নিয়ে বাছাইকৃত খেলোয়াড় হিসেবে মিয়ামিতে খেলতে এসেছিলেন। কিন্ত ২০বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারকে পরাজিত করতে নিজের যোগ্যতার দারুণ প্রমান দিয়েছেন। দারুণ এক লড়াই শেষে ফেদেরারকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন কোকিনাকিস।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করা ফেদেরার ফেব্রুয়ারিতে রটারডাম এটিপি শিরোপা জয়ের মাধ্যমে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন। কিন্ত নাদালকে পিছনে ফেলে শীর্ষস্থানটি ধরে রাখার জন্য মিয়ামি মাস্টার্সে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলতে হতো সুইস তারকাকে।
ম্যাচ শেষে হতাশ ফেদেরার বলেন, ‘সত্যিই খুব খারাপ লাগছে। মাঝে মাঝে হঠাৎ করেই এ ধরনের ম্যাচের সামনে পড়তে হয়। কোন কোন দিন এর থেকে বেরিয়ে যাবার পথ থাকে, কোনদিন থাকেনা। আজ সেটাই হয়েছে।’
এদিকে ২১ বছর বয়সী কোকিনাকিস সবচেয়ে নীচু র্যাঙ্কিংয়ে থাকা খেলোয়াড় হিসেবে শীর্ষ র্যাঙ্কধারী কোন খেলোয়াড়কে পরাজিত করার নতুন রেকর্ড গড়েছেন।
এর আগে ২০০৩ সালে মিয়ামিতে ১৭৮তম র্যাঙ্কিং খেলোয়াড় হিসেবে স্পেনের ফ্রান্সিসকো ক্লাভেট নাম্বার ওয়ান খেলোয়াড় লেটন হিউয়েটকে মিয়ামি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পরাজিত করে রেকর্ড গড়েছিলেন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ