-
মুমিনুলকে অধিনায়ক করে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা
February 1st, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১ ফেব্রুয়ারি: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুমিনুল হককে অধিনায়ক করে আজ দুপুরে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন- সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। অবশ্য ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে না যাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন মুশফিক। ইনজুরিতে রয়েছেন ইমরুল। দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও সৌম্য সরকার।
৪ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ টেস্ট দলটি। ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট ম্যাচটি। এরপর ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
আগামি ৫ এপ্রিল থেকে করাচিতে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।
সূচি:
৭-১১ ফেব্রুয়ারি, ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩ এপ্রিল একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট, করাচি
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে