শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
মুম্বাইয়ে তাহসিন পেলেন পঞ্চাশ হাজার রুপি অর্থ পুরস্কার
January 7th, 2018ক্রীড়া প্রতিবেদক :
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়া আইআইএফএল ওয়েলথ তৃতীয় মুম্বাই জুনিয়র (অনুর্ধ্ব-১৩) দাবা প্রতিযোগিতায় পঞ্চম হয়েছেন।ভারতের মুম্বাইয়ে তাহসিন তৃতীয় স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম স্থান লাভ করেন। তিনি ৯ ম্যাচে সাড়ে সাত পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। এর ফলে তাহসিন পঞ্চাশ হাজার রুপি অর্থ পুরস্কার পেয়েছেন।
আজ রোববার নবম বা শেষ রাউন্ডে তাহসিন ভারতের মেন্ডনকা লিওয়ন লুকেকে পরাজিত করেন। এদিকে ৮ পয়েন্ট সংগ্রহ করে ভারতের ডি গুকেশ চ্যাম্পিয়ন ও ভি প্রনব রানারআপ হয়েছেন।
উল্লেখ্য স্কুলভিত্তিক এ আসরে ১০ দেশের ২৭৬ জন অনূর্ধ্ব-১৩ বছর বয়সী খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ