-
মুলতানকে হারিয়ে শেষ চার নিশ্চিত ইসলামাবাদের
March 14th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
শারজাহ, ১৪ মার্চ: পাকিস্তান সুপার লিগে শেষ চার নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। আজ শারজাহতে নিজেদের অষ্টম ম্যাচে মুলতান সুলতান্সকে ৩৩ রানে পরাজিত করে ইসলামাবাদ। ফলে ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। সেই সাথে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে তারা।
অপরদিকে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ায় ১০ খেলায় মুলতানের পয়েন্ট ৯। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। পেশোয়ার জালমি ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। যদি পেশোয়ার জালমি তাদের দুই খেলার একটিতে হেরে যায় তাহলে শেষ চার নিশ্চিত হবে মুলতানের। পেশোয়ার দুটিতে জিতলে শেষ চার নিশ্চিত হবে পেশোয়ারের। সে ক্ষেত্রে পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে মুলতানকে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লুক রঞ্চি ও অ্যালেক্স হলসের ঝড়ো গতির ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৮৫ রান করে ইসলামাবাদ। লুক রঞ্চি ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৮ রান করেন। অ্যালেক্স হলস ৩৩ বলে করেন ৪৬ রান। এছাড়া হোসাইন তালাত ২১ বলে ৩৬, আসিফ আলী ১৭, ফাহিম আশরাফ ৬ বলে ১৩ রান করেন।
মুলতানের উমর গুল দুটি এবং ইমরান তাহির নেন এক উইকেট।
১৮৬ রানে জয়ের লক্ষ্যে খেলতে নামা মুলতান ইসলামাবাদের বোলারদের মিলিত আঘাতে ১৯.১ ওভারে ১৫২ রানে গুটিয়ে গেলে ৩৩ রানে জিতে যায় ইসলামাবাদ। মুলতানের ক্যারিবীয় ক্রিকেটার কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৩ রান। তার ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কার মার রয়েছে।
এছাড়া শোয়েব মালিক ১২, হুইটলি ১১, সোহেল তানভীর ১০, উমর গুল ১০ রান করতে সক্ষম হন।
ইসলামাবাদের চার বোলার দুটি করে উইকেট নেন। এরা হলেন- সামিট প্যাটেল, ফাহিম আশরাফ, আমাদ বাট ও সাদাব খান।
ম্যাচসেরা হন বিজয়ী দলের লুক রঞ্চি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে