-
মেজবাহ মার্শাল আর্ট একাডেমি চ্যাম্পিয়ন
September 22nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২২ সেপ্টেম্বর: গতকাল শুক্রবার দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় কুশু ও কুংফু প্রতিযোগিতায়। এতে চ্যাম্পিয়ন হয়েছে মেজবাহ মার্শাল আর্ট একাডেমি।
চ্যাম্পিয়ন দলটি পেয়েছে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক। এছাড়া, ২টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক পেয়ে রানার্স আপ হয়েছে উ-লীন কুংফু বিডি একাডেমি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুশু ফেডারেশনের সভাপতি এসএম মালেক।
কুশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব ও সহসভাপতি উজ্জল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় তাউলু (ডিসপ্লে) ও সানদ্রা (ফাইট) ক্যাটাগরিতে ৯টি জেলা দল ও ২টি ক্লাব থেকে ছেলে ও মেয়ে মোট ৭০ েজন খেলোয়াড় অংশগ্রহণ করে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে