-
মেসিকে দলে নেয়ার চেষ্টা করেনি ইন্টার মিলান
September 2nd, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
রোম, ২ সেপ্টেম্বর: লিওনেল মেসিকে দলের দলে নেয়ার কোনো চেষ্টাই করেনি ইন্টার মিলান। তাছাড়া ছয়বারের ব্যালন ডিঅঁর জয়ী ফুটবলারকে দলভুক্ত করার মত আর্থিক অবস্থাও তাদের নেই বলে মন্তব্য করেছেন ক্লাবের এক কর্মকর্তা।
ইন্টার মিলানের ক্রীড়া পরিচালক পিওলো অসিলিও ইতালীয় স্কাই স্পোর্টসকে বলেন, ‘এই খবর কোত্থেকে বেরিয়েছে আমি জানি না।’ খবরে প্রকাশ বার্সেলোনা ছাড়লে লিওনেল মেসির গন্তব্যস্থল হতে পারে ইতালীয় রানার আপ বা ম্যানচেস্টার সিটি কিংবা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
তিনি বলেন, ‘দলের কোনো কোচ বা সভাপতি মেসিকে দলে নিতে চাননি। কিন্তু বাস্তবতা ভিন্ন।’ মঙ্গলবার থেকে খুলে দেয়া হয়েছে ইতালীয় দলবদলের জানালা।
অসিলিও আরো বলেছেন, সার্বিয় ডিফেন্ডার আলেক্সান্ডার কলাররভকে দলে টানার জন্য তারা রোমার সঙ্গে একটি আপোষ রফা করার চেষ্টা করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও লটারো মার্টিনেজ ইন্টারেই থাকছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে