-
মেসি কী সেভিয়ার ম্যাচে বিশ্রামে যাচ্ছেন!
March 30th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ডটকম
বার্সেলোনা, ৩০ মার্চ ২০১৮ : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইতালির বিপক্ষে ২-০ গোলের জয় কিংবা স্পেনের বিপক্ষে ৬-১ গোলে পরাজয়- কোন ম্যাচেই তিনি দলে ছিলেন না।প্রীতি ম্যাচগুলোয় দর্শক হিসেবে স্ট্যান্ডে থাকা মেসি বার্সেলোনায় ফিরে বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিয়েছেন।
কেননা লা লিগায় ঘরের মাঠ সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে রোববার বার্সেলোনা ও সেভিয়া একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে।এ ম্যাচে মেসি কী বিশ্রামে যাচ্ছেন এ নিয়ে নানা জল্পনা চলছে।
কারণ মেসি যদি ফিটও থাকেন রোমার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগকে সামনে রেখে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে কোন ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। বার্সা চাইছে মেসি পুরোপুরি সুস্থ্য্ হয়েই মাঠে ফিরুক।
এদিকে সেভিয়া কোচ ভিনসেনজো মনটেলা ক্লাবের ওয়েব সাইটে বলেন, আমরা আশা করছি মেসি বিশ্রামে থাকবেন। তবে যদি সে খেলেও তাতে অবাক হবার কিছু থাকবে না। মনটেলা আরো জানান মেসি খেলুক বা না খেলুক এতে করে তার দলের গেম প্ল্যান পরিবর্তিত হবে না।
তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা মাফিকই খেলবো। আমরা যদি নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি তবে সেটা মোটেই কাজে আসবে না। যতটা সম্ভব বলের পজিশন আমাদের দিকে নেবার চেষ্টা করবো। কারণ তাদের কাছে ছেড়ে দিলে তা আমাদের সমস্যায় ফেলবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ