-
মেসি বেতন কাটার বিরোধিতা করেনি: বার্তোমেউ
April 3rd, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মাদ্রিদ, ২ এপ্রিল: মহামারী করোনা ভাইরাসের কারণে লিওনেল মেসি খেলোয়াড়দের বেতন কাটার পক্ষে ছিলেন বলে জানালেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।
করোনা ভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। হচ্ছে না কোন লিগই। তাই আর্থিক সমস্যায় পড়েছে সকলে। এমন অবস্থায় খেলোয়াড়দের বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা ক্লাব। কিন্তু তাতে না-কি বাগড়া দেন মেসিরা। সম্প্রতি স্পেনের কিছু গণমাধ্যম তেমনই প্রতিবেদন প্রকাশিত করে। তারা এটিও বলে, মেসিরা বেতন কাটার প্রতিবাদ করেন। আর কাটলেও ৫০ শতাংশে রাজি ছিলেন।
কিন্তু এসব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে বাধ্য হয়ে নিজেই গত সোমবার একটি সাক্ষাৎকার দেন মেসি। সেখানে মেসি বলেন, ‘যদিও আমরা এতদিন কিছু বলিনি। কারণ, আমাদের মূল লক্ষ্য ছিল ক্লাবকে সাহায্য করার উপায় খুঁজে বের করা এবং এই পরিস্থিতিতে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখা। আমাদের দিক থেকে সময় এসেছে বলার, এই সংকট চলাকালীন পরিস্থিতিতে ৭০ শতাংশ বেতন কেটে নেয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা ক্লাবকে আরও সাহায্য করতে চাই। যাতে কর্মচারীদের শতভাগ বেতন দেওয়া যায়।’
মেসির এমন অকপটে স্বীকারের পর মুখ খুললেন বার্সেলোনার সভাপতি বার্তোমেউ। কাতালান একটি দৈনিককে বার্তোমেউ বলেন, ‘মেসি কখনই বার্সেলোনার বেতন কাটার সিদ্ধান্তে বিরোধিতা করেনি। প্রথম দিন থেকেই মেসি আমাকে বলে আসছিল, এই সংকটে বেতন কমাতেই হবে। এই প্রস্তাব প্রথম এসেছিল অধিনায়কের কাছ থেকেই। এটা এমন কিছু যা, ক্লাবের প্রতি তাদের দায়বদ্ধতা ফুটিয়ে তুলে।’
তারপরও ক্লাবের বাইরে মেসিদের নিয়ে সমালোচনায় ক্ষোভ ঝড়েছে বার্তোমেউর কণ্ঠে, ‘ক্লাবের বাইরে অনেকেই না বুঝে- না জেনে সমালোচনা করেছে। এটি ঠিক নয়। খেলোয়াড়দের মানসিকভাবে আঘাত করেছে তারা। খেলোয়াড়রা কখনও বেতন কাটা নিয়ে প্রতিবাদ বা নেতিবাচক কিছু বলেনি।’
মেসিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বার্তোমেউ, ‘আমরা খেলোয়াড়দের এমন উদ্যোগে বেশ খুশী। আশা করবো, তারা যেকোনো পরিস্থিতিতে ক্লাবে সাথেই থাকবে।’ বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে