-
মেয়েরা ভালোভাবে শুরু করেছে: ছোটন
September 17th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর: ‘মেয়েরা ভালোভাবে শুরু করেছে। তারা চেষ্টা করেছে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার। তারই ফল বাহরাইনের বিপক্ষে ১০-০ গোলের বড় জয়।’ আজ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ম্যাচের পর পোস্ট ম্যাচ কনফারেন্সে এ কথা বলেন বাংলাদেশের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন।
৫টি গোল অফসাইড ও ফাউলের কারণে বাতিল হয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খেলারই অংশ।
তিনি বলেন, আমার মেয়েরা আজকে যেভাবে খেলেছে অর্থাৎ পুরো ৯০ মিনিটের মধ্যে ৮৫ মিনিটই আমাদের নিয়ন্ত্রণে ছিলো ম্যাচটি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।
অধিনায়ক মারিয়া মান্দা বলেন, প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারছি। এজন্য খুব ভালো লাগছে।
শামসুন্নাহার জুনিয়র বলেন, এ ম্যাচে আমি ২ গোল করেছি। দল বড় জয় পেয়েছে এতে খুব ভালো লাগছে। উল্লেখ্য, আজ ২ গোল করায় শামসুন্নাহারের আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ১২টি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে