-
মোহামেডানকে ২৫ রানে হারালো গাজী গ্রুপ
March 6th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৬ মার্চ: গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের দাপটে ১৩৭ রানের কম পুঁজি নিয়েও মোহামেডানের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ।
গাজী গ্রুপের চার বোলারের মিলিত আঘাতে মোহামেডানের তিন ব্যাটসম্যান রকিবুল হাসান (২২), অধিনায়ক শামসুর রহমান (১৯) এবং ওপেনার জনি তালুকদার (১৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ৩৩.২ ওভারে ১০৮ রানে মোহামেডানের ইনিংস গুটিয়ে গেলে ২৫ রানে জিতে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
গাজী গ্রুপের নাইম হাসান এবং কামরুল ইসলাম রাব্বি তিনটি করে এবং টিপু সুলতান ও মেহেদী হাসান দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫.৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয়। মোহামেডানের দুই বোলার কাজী অনিক ও মোহাম্মদ আজিমের মারাত্মক বোলিংয়ে ১৩৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ।
গাজী গ্রুপের আসিফ আহমেদ সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া নাদিফ চৌধুরী ২৮, সফিউল হায়াত ১৮, মমিনুল ১৩ ও নাইম হাসানের ব্যাট থেকে আসে ১২ রান।
মোহামেডানের কাজী অনিক ২৮ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ আজিম নেন তিন উইকেট।
অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে গাজী গ্রুপের নাইম হাসান ম্যাচসেরার পুরস্কার পান।
এ ম্যাচ জয়ের ফলে ৮ খেলায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে সমসংখ্যক খেলায় মোহামেডানের সংগ্রহ ৭ পয়েন্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে