-
মোহামেডান ও মুক্তিযোদ্ধা কোয়ার্টার ফাইনালে
December 28th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ ডিসেম্বর: ফেডারেশন কাপ ফুটবলে শেষ দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।
আজ গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ ‘’ডি’তে থাকা তিন দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও শেখ রাসেল ক্রীড়াচক্রের পয়েন্ট ৩ খেলায় সমান ৫ পয়েন্ট করে হয়। গোল পার্থক্যও সমান। ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী বেশি হলুদ কার্ড পাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজে শেখ রাসেলের। তিন খেলার তিনটিতে হেরে উত্তর বারিধারাও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ঢাকা মোহামেডান ও মুক্তিযোদ্ধার।
ফলে ‘ডি’ গ্রুপ থেকে আসরটির কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করলো মুক্তিযোদ্ধা ও মোহামেডান।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল। যেখানে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এর আগে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় ঢাকা মোহামেডান।
ম্যাচে অবশ্য ১২তম মিনিটে হেডে আজিজভ আলিশেরের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান ইসমাইল বাঙ্গুরা। খেলার বাকি সময় আর কোনো গোল হয়নি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে