-
মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাবের জয়
February 14th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের প্রথম খেলায় প্রতিবেশি আরামবাগ ক্রীড়াসংঘকে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে। ৩০ মিনিটে সাদা-কালো জার্সিধারীদের হয়ে জয়সূচক গোলটি করেন বিদেশি ফুটবলার উগুচুকু অবি মনকি।
ময়মনসিংহের মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অপর খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে পুরনো ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। দুই দলের মধ্যকার খেলাটির প্রথমার্ধ শেষ হয় ০-০ অমীমাংসিতভাবে।
৬৫ মিনিটে বিদেশি ফুটবলার এমেরির গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে