-
ম্যারাথনে দৌঁড়াতে গিয়ে মৃত্যু
April 23rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ২৩ এপ্রিল: ম্যারাথনে দৌঁড়াতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক নারী। গতকাল রোববার লন্ডনে ম্যারাথন দৌঁড়ে অংশ নেন ২৯ বছর বয়সী ম্যাট ক্যাম্পবেল।
২২.৫ মাইল দৌঁড়ানোর পর ট্র্যাকেই পড়ে যান তিনি। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপর তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু ঘটে।
পেশায় রাঁধুনি এই নারী এর আগে ম্যানচেস্টার ম্যারাথন শেষ করেছিলেন তিন ঘণ্টায়। সেটি এই মাসের শুরুর ঘটনা। দুই বছর আগে তার বাবা মারা যান।
ক্যাম্পবেলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ক্যাম্পবেলের পরিবারকে সমবেদনা জানিয়েছে ম্যারাথন আয়োজকরা। গত বছ বিবিসি টেলিভিশনের ‘মাস্টারশেফ দ্য প্রফেশনাল’এর সেমিতে পৌঁছেছিলেন ম্যাট ক্যাম্পবেল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে