-
যশোর জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
January 23rd, 2018ক্রীড়া ডেস্ক:
বিডিস্পোর্টস২৪ ডটকম
যশোর, ২৩ জানুয়ারি: যশোর জিলা স্কুলে আজ মঙ্গলবার দিনব্যাপি ১৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল ও জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু।
বিকেলে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী রুবিনা ইয়াসমিন।
উভয় পর্বে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রাধান শিক্ষক শোয়াইব হোসেন, সিনিয়র শিক্ষক হায়দার আলী ও জামাল উদ্দিন। বিজয়ী ছাত্রদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে