শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
যাত্রাবাড়ী ঝটিকা সংসদের জয়
January 30th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩০ জানুয়ারি: তৃতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। আজ কমলাপুর স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় স্ট্রাইকার জীবন মিয়ার জোড়া গোলে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ৩-০ গোলে পরাজিত করেছে মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাবকে।
সবকটি গোলই হয় প্রথমার্ধে। জীবন মিয়া ১০ ও ২১ মিনিটে গোল দুটি করেন। এছাড়া ৩৮ মিনিটে অপর গোলটি করেন মো: রোমান।
একই মাঠে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ও রেইনবো এ্যাথলেটিক ক্লাবের মধ্যকার দিনের দ্বিতীয় খেলাটি ০-০ ড্র হয়।
আগামীকাল একই মাঠে দুপুর ০২-৪৫টায় মুখোমুখি হবে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ ও কল্লোল সংঘ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে