-
যুব গেমসে চট্টগ্রাম বিভাগীয় সাঁতারে কুমিল্লার সাঁতারুদের আধিপত্য
January 9th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
চট্টগ্রাম, ০৯ জানুয়ারি: যুব গেমসের দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাঁতারে চিটাগাং ক্লাব সুইমিং পুলে ঝড় তুলেছেন কুমিল্লার দুই সাঁতারু যুই মারমা ও শ্রাবন্তী আক্তার। সাঁতারে ১৪টি ক্যাটাগরির ১১টিতেই চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার সাঁতারুরা।
তিনটি করে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুই মারমা এবং শ্রাবন্তী আক্তার। যুই ১০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে এবং শ্রাবন্তী ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে চ্যাম্পিয়ন হয়।
তরুণ ও তরুণী বিভাগে ৫০ মিটার ফ্রি স্টাইলে কুমিল্লার মানিক ও চাঁদপুরের সাফিয়া, ১০০ মিটার ফ্রি স্টাইলে চাঁদপুরের নুরুল ইসলাম ও কুমিল্লার যুই মারমা, ২০০ মিটার ফ্রি স্টাইলে কুমিল্লার জাহিদুল ইসলাম ও কুমিল্লার শ্রাবন্তী আকতার, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুমিল্লার কাজি শামীম ও কুমিল্লার শ্রাবন্তী আকতার, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুমিল্লার কাজি শামীম ও কুমিল্লার শ্রাবন্তী আকতার, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে কুমিল্লার মেহেদী হাসান ও কুমিল্লার যুই মারমা, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে চাঁদপুরের নুরুল ইসলাম ও কুমিল্লার যুই মারমা চ্যাম্পিয়ন হয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে